Monday 24 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

BENGALI HISTORY MCQ ON MODERN INDIA FOR WBCS P10


Page 10

46. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ'— কে প্রতিষ্ঠা করেন ?
(A) রাসবিহারী বসু
(B) সুভাষ চন্দ্র বসু
(C) মহাত্মা গান্ধী
(D) জহরলাল নেহেরু
[WBCS - 2019]

Correct Answer: [A] রাসবিহারী বসু।
Add
47. ইন্ডিয়া' উইনস ফ্রিডম' গ্রন্থটির রচয়িতা কে?
(A) মৌলানা আবুল কালাম আজাদ
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) গোবিন্দবল্লভ পন্থ
(D) উপরের কেউই নয়
[WBCS - 2012]

Correct Answer: [A] মৌলানা আবুল কালাম আজাদ।
Add
48. কংগ্রেসকে ‘আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ’ বলে কে সমালোচনা করেছিলেন?
(A) স্যার সৈয়দ আহমেদ খান
(B) লর্ড ডাফরিন
(C) লর্ড কার্জন
(D) থিওডোর বেক
[WBCS - 2018]

Correct Answer: [B] লর্ড ডাফরিন।
Add
49. কে ‘সত্যশোধক সমাজ’ প্রতিষ্ঠা করেন ?
(A) বি. আর. আম্বেদকর
(B) গোপাল হরি দেশমুখ
(C) শ্রী নারায়ণ গুরু
(D) জ্যোতিবা ফুলে
[WBCS - 2018]

Correct Answer: [D] জ্যোতিবা ফুলে।
Add
50. কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন ?
(A) বাল গঙ্গাধর তিলক
(B) বারিনচি ক্র ঘোষ
(C) বিনায়ক দামোদর সাভারকর
(D) বিপিন চন্দ্র

Correct Answer: [C] বিনায়ক দামোদর সাভারকর।
Add


0 Comments:

Post a Comment