HISTORY IN BENGALI PDF MCQ ON MODERN INDIA P1151. সিধু কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল
(A) সন্ন্যাসী বিদ্রোহ
(B) কোল বিদ্রোহ
(C) মুন্ডা বিদ্রোহ
(D) সাঁওতাল বিদ্রোহ

Correct Answer: [D] সাঁওতাল বিদ্রোহ ।

52. প্রথম মারাঠা যুদ্ধ কার সময়ে ঘটেছিল?
(A) ওয়ারেন হাস্টিং
(B) উইলিয়াম বেন্টিঙ্ক
(C) মার্কুইস কর্নওয়ালিস
(D) চার্লস ক্যানিং

Correct Answer: [A] ওয়ারেন হাস্টিং ।

53. এ আই টি ইউ সি প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন
(A) মহাত্মা গান্ধী
(B) মাওলানা আজাদ
(C) লালা লাজপত রায়
(D) বাল গঙ্গাধর

Correct Answer: [A] মহাত্মা গান্ধী ।

54. রয়েল এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল
(A) 1784
(B) 1761
(C) 1771
(D) 1790

Correct Answer: [A] 1784 ।

55. আল-হিলাল কে প্রকাশ করেছিলেন?
(A) আলতাফ হোসেন আলী
(B) মোহাম্মদ আলী জিন্নাহ
(C) আবদুল কালাম আজাদ
(D) রেহমাত আলী

Correct Answer: [C] আবদুল কালাম আজাদ ।


Post a Comment

0 Comments