Saturday 22 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

HISTORY OF MODERN INDIA FOR WBCS IN BENGALI P6


Page 6

26. আজাদ হিন্দ ফৌজ' কোথায় প্রথম স্থাপিত হয় ?
(A) টোকিও
(B) রেঙ্গুন
(C) সিঙ্গাপুর
(D) ব্যাঙ্কক
[WBCS - 2012]

Correct Answer: [C] সিঙ্গাপুর।
Add
27. কে লিখেছিলেন 'ইন্ডিয়া উইনস ফ্রীডম'?
(A) জওহরলাল নেহরু
(B) মৌলানা আবুল কালাম আজাদ
(C) সর্দার প্যাটেল
(D) এম.এ. জিন্না
[WBCS - 2013]

Correct Answer: [B] মৌলানা আবুল কালাম আজাদ।
Add
28. কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হয়েছিলেন ?
(A) জে.এল. নেহরু
(B) দাদাভাই নওরোজি
(C) এম.কে. গান্ধি
(D) এদের কেউই নন।
[WBCS - 2011]

Correct Answer: [B] দাদাভাই নওরোজি।
Add
29. ভারতীয় ঔপনিবেশিক ইতিহাসে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলিয়া গণ্য করা হয়?
(A) চৌরিচৌরা কৃষক অভ্যুত্থান
(B) 1946 সালের নৌ বিদ্রোহ
(C) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
(D) সিপাহি বিদ্রোহ (1857 সাল)
[WBCS - 2012]

Correct Answer: [D] সিপাহি বিদ্রোহ (1857 সাল)।
Add
30. ভারতের শেষ গভর্নর-জেনারেল কে ছিলেন ?
(A) লর্ড মাউন্টব্যাটেন
(B) লর্ড ক্যানিং
(C) আবুল কালাম আজাদ
(D) চক্রবর্তী রাজাগোপালাচারী
[WBCS - 2013]

Correct Answer: [D] চক্রবর্তী রাজাগোপালাচারী।
Add


0 Comments:

Post a Comment