Sunday 16 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

ভারতীয় অর্থনীতির উপর কিছু প্রশ্নোত্তর | MCQ ON INDIAN ECONOMY FOR GOVT EXAM P1


Page 1

1. ভারতে আমুল অর্থনৈতিক সংস্কার ও উদারনীতি চালু হয়েছিল
(A) 1990 সালে
(B) 1991 সালে
(C) 1992 সালে
(D) 1993 সালে
[WBCS - 2011]

Correct Answer: [B] 1991 সালে।
Add
2. সমষ্টি উন্নয়ন কর্মসূচি' টি ভারতে কোন সালে চালু হয়েছিল ।
(A) 1950
(B) 1951
(C) 1952
(D) 1953
[WBCS - 2011]

Correct Answer: [C] 1952।
Add
3. একাদশ পরিকল্পনার উন্নয়নের হারের সংশোধিত লক্ষ্যমাত্র কী ?
(A) 8 শতাংশ
(B) 8.5 শতাংশ
(C) 9 শতাংশ
(D) 8.1 শতাংশ ।
[WBCS - 2011]

Correct Answer: [A] 8 শতাংশ।
Add
4. উদারনীতির অর্থ — (1) শিল্পে লাইসেন্স প্রথার অপসারণ (2) ক্ষুদ্রশিল্পের সারণী থেকে কিছু বিষয় সংরক্ষণচ্যুত করা (3) MRTP সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া ।
(A) 1,2 এবং 3
(B) 1 এবং 2
(C) 1 এবং 3
(D) 2 এবং 3 ।
[WBCS - 2011]

Correct Answer: [C] 1 এবং 3।
Add
5. পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন—
(A) পার্লামেন্ট
(B) রাষ্ট্রপতি
(C) পরিকল্পনা কমিশন
(D) জাতীয় উন্নয়ন পরিষদ।
[WBCS - 2011]

Correct Answer: [D] জাতীয় উন্নয়ন পরিষদ।।
Add


0 Comments:

Post a Comment