Friday 21 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MODERN INDIAN HISTORY (আধুনিক ভারতের ইতিহাস) FOR WBCS PRELIMS AND MAINS P2


Page 2

6. কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল ?
(A) 1854
(B) 1857
(C) 1860
(D) 1874।
[WBCS - 2011]

Correct Answer: [B] 1857।
Add
7. কোন বছর মুসলিম লিগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল?
(A) 1916 খ্রী:
(B) 1929 খ্রী:
(C) 1940 খ্রী:
(D) 1946 খ্রী:
[WBCS - 2012]

Correct Answer: [C] 1940 খ্রী:।
Add
8. গান্ধিজির ভারতে গণআন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল ?
(A) বরদৌলি
(B) ডান্ডি
(C) চৌরিচৌরা
(D) চম্পারণ।
[WBCS - 2011]

Correct Answer: [D] চম্পারণ।।
Add
9. চিরস্থায়ী বন্দোবস্ত' কে প্রবর্তন করেন?
(A) লর্ড কর্ণওয়ালিশ
(B) ওয়ারেন হেস্টিংস
(C) জন শোর
(D) লর্ড বেন্টিঙ্ক।
[WBCS - 2011]

Correct Answer: [A] লর্ড কর্ণওয়ালিশ।
Add
10. দিল্লীর কেন্দ্রীয় আইনসভা কক্ষে কে ধ্বনি তুলেছিলেন 'বিপ্লব দীর্ঘজীবি হোক'?
(A) ভগৎ সিং
(B) রাসবিহারী বসু
(C) এম.এন.রায়
(D) লালা লাজপৎ রায়
[WBCS - 2012]

Correct Answer: [A] ভগৎ সিং।
Add


0 Comments:

Post a Comment