Monday 24 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MODERN INDIAN HISTORY MCQ FOR WBCS (BENGALI) P13


Page 13

61. কবে ‘ডান্ডী অভিযান’ হয়েছিল ?
(A) 12 ই এপ্রিল, 1925
(B) 7 ই আগস্ট, 1942
(C) 12 ই মার্চ, 1930
(D) 14 ই মে, 1935
[WBCS - 2015]

Correct Answer: [C] 12 ই মার্চ, 1930।
Add
62. কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটেছিল ?
(A) 13 ই এপ্রিল, 1919
(B) 15 ই আগস্ট, 1921
(C) 21 শে এপ্রিল, 1922
(D) 25 শে সেপ্টেম্বর, 1925
[WBCS - 2015]

Correct Answer: [A] 13 ই এপ্রিল, 1919।
Add
63. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন
(A) উইলিয়াম কলভিল
(B) রিচি
(C) এরস্কিন
(D) মেইন

Correct Answer: [A] উইলিয়াম কলভিল।
Add
64. খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে / কারা দিয়েছিলেন ?
(A) সৈয়দ আহমেদ
(B) ইকবাল
(C) মহম্মদ আলি ও সৌকত আলি
(D) রহমত আলি
[WBCS - 2011]

Correct Answer: [C] মহম্মদ আলি ও সৌকত আলি।
Add
65. জাতীয় কংগ্রেস তার 1929 সালের লাহোর অধিবেশন -এ কোনটিকে লক্ষ্য বলে ঘোষণা করেছিল ?
(A) পূর্ণ স্বরাজ
(B) ডমিনিয়ন স্ট্যাটাস
(C) ভারতছাড়ো
(D) এর কোনোটিই নয়
[WBCS - 2017]

Correct Answer: [A] পূর্ণ স্বরাজ।
Add


0 Comments:

Post a Comment