Monday, 24 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MODERN INDIAN HISTORY MCQ FOR WBCS (BENGALI) P1361. ভারতের কোন ধর্ম সংস্কারক জাতীয়তাবাদের আন্দোলনকে প্রভাবিত করেছিল ?
(A) ব্রালিমো সমাজ
(B) আর্য সমাজ
(C) রামকৃষ্ণ মিশন
(D) উপরের সব।

Correct Answer: [D] উপরের সব। 

62. 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্ম কে শুরু করেছিলেন?
(A) সৈয়দ আহমেদ খান
(B) নওয়াব সালেম উল্লাহ।
(C) বাদশা খান
(D) আবুল কালাম আজাদ

Correct Answer: [A] সৈয়দ আহমেদ খান।

63. বাংলায় তারিক আন্দোলনের নেতা কে ছিলেন?
(A) দুদু মিয়ান
(B) তিতু মীর।
(C) হাজী শরিয়তউল্লাহ
(D) সাঈদ আহমেদ

Correct Answer: [B] তিতু মীর। 

64. মুণ্ডা বিদ্রোহের নেতা (উলগুলান) ছিলেন
(A) সিধু
(B) বিরসা।
(C) বাপত
(D) কোনা মালয়

Correct Answer: [B] বিরসা। 

65. 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের একজন সম্রাট হিসেবে ঘোষিত হয়েছিল?
(A) দ্বিতীয় বাহাদুর শাহ
(B) টটিয়া টোপি
(C) নান সাহেব
(D) মঙ্গল পাণ্ডে

Correct Answer: [A] দ্বিতীয় বাহাদুর শাহ।


0 Comments:

Post a Comment

WBCS Prelims and Mains App