Friday 21 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

[PDF - DOWNLOAD] আধুনিক ভারতের ইতিহাসের প্রশ্ন ও উত্তর পিডিএফ ডাউনলোড P1


Page 1

1. 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল?
(A) রওলাট অ্যাক্ট
(B) মর্লে-মিন্টো অ্যাক্ট
(C) মন্ট-ফোর্ড অ্যাক্ট
(D) সাইমন অ্যাক্ট
[WBCS - 2012]

Correct Answer: [C] মন্ট-ফোর্ড অ্যাক্ট।
Add
2. আর্য সমাজ' প্রতিষ্ঠা করেছিলেন—
(A) লালা লাজপৎ রায়
(B) বাল গঙ্গাধর তিলক
(C) দয়ানন্দ সরস্বতী
(D) অরবিন্দ ঘোষ
[WBCS - 2012]

Correct Answer: [C] দয়ানন্দ সরস্বতী।
Add
3. আলিগড় আন্দোলন' শুরু করেছিলেন—
(A) সৈয়দ আমেদ খান
(B) এম.এ. জিন্নাহ
(C) এ.কে. আজাদ
(D) থিওডোর বেক
[WBCS - 2012]

Correct Answer: [A] সৈয়দ আমেদ খান।
Add
4. কাকে বলা হয় ভারতীয় রেনেশাঁসের ভোরের শুকতারা ?
(A) রবীন্দ্রনাথ ঠাকুর
(B) রাজা রামমোহন রায়
(C) এম.কে. গান্ধি
(D) স্বামী বিবেকানন্দ ।
[WBCS - 2011]

Correct Answer: [B] রাজা রামমোহন রায়।
Add
5. কে সুভাষ বোসের 'আজাদ হিন্দ ফৌজের' সদস্য ছিলেন না ?
(A) পি.কে. সাইগল
(B) শাহনাওয়াজ খান
(C) ক্যাপ্টেন মোহন সিং
(D) জি. এস. ধীলন
[WBCS - 2013]

Correct Answer: [B] শাহনাওয়াজ খান।
Add


0 Comments:

Post a Comment