Saturday 22 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

MODERN INDIAN HISTORY PRACTICE SET IN BENGALI P8


Page 8

36. 1857 -এর বিদ্রোহে কোন ভারতীয় শাসক বন্দি হয়েছিলেন ?
(A) ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ
(B) নানাসাহেব
(C) বাহাদুর শাহ জাফর
(D) উপরোক্ত কেউই নন।
[WBCS - 2011]

Correct Answer: [C] বাহাদুর শাহ জাফর।
Add
37. 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের একজন সম্রাট হিসেবে ঘোষিত হয়েছিল?
(A) দ্বিতীয় বাহাদুর শাহ
(B) টটিয়া টোপি
(C) নান সাহেব
(D) মঙ্গল পাণ্ডে

Correct Answer: [A] দ্বিতীয় বাহাদুর শাহ।
Add
38. 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয় ?
(A) ভারত সভা
(B) মুসলিম লিগ
(C) বেঙ্গল জমিদার লিগ
(D) ভারতের কমিউনিস্ট পার্টি
[WBCS - 2017]

Correct Answer: [B] মুসলিম লিগ।
Add
39. 1927 সালের সাইমন কমিশন বয়কটের কারণ হল
(A) কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না ।
(B) ইহা মুসলিম লীগকে সমর্থন করেছিল ।
(C) কংগ্রেস ভেবেছিল ভারতীয়রা স্বরাজের অধিকারী ।
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2018]

Correct Answer: [A] কমিশনে ভারতীয় কোনো মেন্বার ছিলেন না ।।
Add
40. 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?
(A) ক্রিপস মিশন
(B) ক্যাবিনেট মিশন
(C) সাইমন কমিশন
(D) হান্টার কমিশন
[WBCS - 2017]

Correct Answer: [B] ক্যাবিনেট মিশন।
Add


0 Comments:

Post a Comment