Sunday 16 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

সাতবাহন সাম্রাজ্য এক নজরে | SATAVAHANA DYNASTY AT A GLANCE

Satavahana Dynasty at a Glance


কন্ব রাজবংশের শেষ রাজা সুস্মরণকে হত্যাকরে অন্ধ্র রাজা সিমুক সাতবাহন রাজবংশ স্থাপন করেছিলেন । সাতবাহন রাজবংশের রাজধানী ছিল পৈঠান (প্রতিষ্ঠান)। এটি গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। তারা জাতিতে ব্রাহ্মণ ছিল । গৌতমপুত্র সাতকর্ণীকে বর্ণনা করার জন্য নাসিক শিলালিপিতে 'একক ব্রাহ্মণ (একমাত্র ব্রহ্মণ)' উল্লেখ করা হয়েছিল, যেটা লিখেছিলেন গৌতমী বলশ্রী (গৌতমপুত্র সাতকর্ণীর মা)। এই রাজবংশের তৃতীয় শাসক ছিলেন প্রথম সাতকর্ণী। তিনি 9 বছর ধরে সিংহাসনে ছিলেন। তাঁর শাসনকালের তথ্য নয়নিকা (সাতকর্ণী প্রথম স্ত্রী) লিখিত নানঘাট শিলালিপি থেকে জানা যায়। হালিগুম্ফা শিলালিপি থেকে জানা যায় যে প্রথম সাতকর্ণী কালিঙ্গার রাজা খারবালার কাছে পরাজিত হয়েছিল।

এক নজরে:
প্রতিষ্ঠাতা: সিমুক
ভাষা: প্রাকৃত
ওয়েস্টার্ন পোর্ট: কল্যাণী
পূর্বাঞ্চলীয় বন্দর: গানজামগন্ডাকসেলা
Strenght: শক্তিশালী নৌবাহিনী
অসাধারণ আর্কিটেকচার: কার্ল মন্দির (দাক্ষিণাত্যে)
সর্বশ্রেষ্ঠ শাসক: গৌতমপুত্র সাতকর্ণী

0 Comments:

Post a Comment