Saturday 22 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

WBCS ONLINE PREPARATION (আধুনিক ভারতীয় ইতিহাস ) MCQ & NOTE P4


Page 4

16. বিখ্যাত ছবি 'ভারত মাতা' কে এঁকেছিলেন ?
(A) গগনেন্দ্রনাথ ঠাকুর
(B) অবনীন্দ্রনাথ ঠাকুর
(C) নন্দলাল বসু
(D) যামিনী রায়
[WBCS - 2013]

Correct Answer: [D] যামিনী রায়।
Add
17. বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ-বিদ্রোহ ঘটেছিল ?
(A) 1942
(B) 1944
(C) 1945
(D) 1946।
[WBCS - 2011]

Correct Answer: [D] 1946।।
Add
18. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় ?
(A) কোলকাতা
(B) বম্বে
(C) মাদ্রাজ
(D) পুনে
[WBCS - 2013]

Correct Answer: [B] বম্বে।
Add
19. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি হয়েছিলেন—
(A) মহম্মদ আলি
(B) বদরুদ্দিন তায়েবজি
(C) আবুল কালাম আজাদ
(D) উপরের কেউই নন ।
[WBCS - 2011]

Correct Answer: [B] বদরুদ্দিন তায়েবজি।
Add
20. ভারতের জাতীয় কংগ্রেসেরপ্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
(A) দাদাভাই নওরোজি
(B) ডব্ল্যু. সি. ব্যানার্জী
(C) ফিরোজ শাহ মেহতা
(D) এস.এন. ব্যানার্জী
[WBCS - 2012]

Correct Answer: [B] ডব্ল্যু. সি. ব্যানার্জী।
Add


0 Comments:

Post a Comment