Saturday 22 June 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

আধুনিক ভারতের ইতিহাস MCQ FOR WBCS PRELIMINARY EXAM P5


Page 5

21. ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতার একটি মুখ্য অবদান ছিল ?
(A) আচার্য কৃপালিনী
(B) গোবিন্দ বল্লভ পন্থ
(C) সর্দার বল্লভভাই প্যাটেল
(D) হরেকৃষ্ণ মেহতাব
[WBCS - 2012]

Correct Answer: [C] সর্দার বল্লভভাই প্যাটেল।
Add
22. লৌহমানব' কাকে বলা হয় ?
(A) জে.এল. নেহরু
(B) সর্দার বল্লভভাই প্যাটেল
(C) মহাত্মা গান্ধি
(D) সুভাষ চন্দ্র বসু ।
[WBCS - 2011]

Correct Answer: [B] সর্দার বল্লভভাই প্যাটেল।
Add
23. সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন ?
(A) এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয় নি
(B) ভারতীয়রা 1919 খ্রিস্টাব্দের আইনের কার্যকারিতা সম্বন্ধে সমালোচনা চাইত না,
(C) এই কমিশন প্রদেশগুলিতে দ্বৈত্য শাসন ব্যবস্থা বিলোপের সুপারিশ করেছিল
(D) উপরের কোনটিই সত্য নয়।
[WBCS - 2011]

Correct Answer: [A] এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয় নি।
Add
24. সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে ?
(A) 1855
(B) 1857
(C) 1859
(D) 1871
[WBCS - 2012]

Correct Answer: [A] 1855।
Add
25. স্বত্ব বিলোপ নীতি' প্রবর্তন করেছিলেন
(A) লর্ড ওয়েলেসলী
(B) লর্ড ডালহৌসি
(C) লর্ড ক্যানিং
(D) লর্ড লিনালথগো
[WBCS - 2013]

Correct Answer: [No Input] ।
Add


0 Comments:

Post a Comment