Wednesday 23 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Exam Preparation in Bengali For WBCS, WBHRB, Group D, Rail, Police P5


Page 5

21. নিম্নলিখিত কোন সংস্কৃত নাটকে কৌটিল্য এবং চন্দ্রগুপ্ত মৌর্যের হাতে নন্দদের পতন স্পষ্টভাবে অঙ্কিত হয়েছে ?
(A) মৃচ্ছকটিক
(B) দেবীচন্দ্রগুপ্ত
(C) মত্তবিলাস
(D) মুদ্রারাক্ষস

Correct Answer: [D] মুদ্রারাক্ষস।
Explanation: 324 B.C. তে নন্দ বংশের শেষ রাজা ধননন্দ কে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিঙ্গাসনে বসেন। তার কাজে সহায়তা করেছিল চাণক্য (কোটিল্য ও বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত )। বৈদ্ধ গ্রন্থ অনুসারে চন্দ্রগুপ্ত মৌর্য মোরিয় নামক ক্ষত্রিয় বংশের সন্তান।
Add
22. সিন্ধু উপত্যকা সভ্যতা কে আবিষ্কার করেছিলেন?
(A) এ এল বাশাম
(B) স্যার জন মার্সাল
(C) ভি এস এস আগারওয়াল
(D) রাখালদাস ব্যানার্জী
[WBCS - 2013]

Correct Answer: [D] রাখালদাস ব্যানার্জী।
Add
23. রাজস্থানে অবস্থিত হরপ্পা সভ্যতার নিদর্শন কোনটি  ?    
(A) মহেঞ্জোদারো      
(B)   সুকতাজেনদোর      
(C) কলিবঙ্গান      
(D) লোথাল
[WBCS - 2011]

Correct Answer: [C] কলিবঙ্গান      ।
Add
24. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু ছিল
(A) ব্রোঞ্জ
(B) অ্যালুমিনিয়াম
(C) তামা
(D) লোহা
[WBCS - 2011]

Correct Answer: [C] তামা।
Add
25. নাসিক প্রশস্তি কে প্রচার করেছিলেন ?
(A) সমুদ্র গুপ্ত
(B) ধর্মপাল
(C) হর্ষবর্ধন
(D) গৌতমীপুত্র সাতকর্ণী

Correct Answer: [D] গৌতমীপুত্র সাতকর্ণী।
Explanation: সাতবাহন বংশের শ্রেষ্ট নরপতি ছিলেন সাতকর্ণী। তার মা গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তিতে সাতকর্ণী কৃতিত্ব বর্ণনা করেন। তার রাজধানী ছিল প্রতিষ্টান বা পৈঠান। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সিমুক এবং জাতিতে তারা ব্রাহ্মণ ছিলেন।
Add


0 Comments:

Post a Comment