Thursday 24 October 2019

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

West Bengal Job Preparation in Bengali through MCQ Set P9


Page 9

41. অজন্তার গুহাচিত্র কোন গ্রন্থের কাহিনী বর্ণিত আছে ?
(A) রামায়ণ
(B) মহাভারত
(C) জাতক
(D) মেঘদুত
[WBCS 2019]

Correct Answer: [C] জাতক।
Add
42. তহকক-ই-হিন্দ কে রচনা করেছিলেন ?       
(A) আলবেরুনি     
(B) আল-বিলাদরি    
(C) সুলেমান   
(D) অল-মাসুদি ।
[WBCS - 2016]

Correct Answer: [A] আলবেরুনি     ।
Add
43. রাজতরঙ্গিনী কার লেখা   
(A)   কৌটিল্য     
(B)   মেগাস্থিনিস    
(C)   কলহন     
(D) এঁদের কেউ নন
[WBCS - 2015]

Correct Answer: [C]   কলহন     ।
Add
44. মেগাস্থিনিস কে ছিলেন    
(A) সেলুকাসের দূত    
(B)   চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী    
(C)   গ্রিক পরিব্রাজক    
(D) চিনা ভ্রমনকারী
[WBCS - 2015]

Correct Answer: [A] সেলুকাসের দূত    ।
Add
45. ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদী গোষ্ঠী ( স্কুল ) হল     
(A) যোগ    
(B) সাংখ্য    
(C) বৈশেষিক    
(D) কর্মমিমাংসা  

Correct Answer: [B] সাংখ্য    ।
Add


0 Comments:

Post a Comment