Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Ancient History MCQ in Bengali GK P13


Page 13

61. কোন সময়ের মধ্যে বৈদিক সাহিত্য রচনা করা হয়েছিল?
(A) 1500 বিসি - 1000 বিসি
(B) 1200 বিসি - 1000 বিসি
(C) 1000 বিসি
(D) 3000 বিসি - 2500 বিসি

Correct Answer: [A] 1500 বিসি - 1000 বিসি।
Add
62. কাদম্বরী' -র রচয়িতা হলেন —       
(A) হেমেন্দ্র     
(B) কলহন      
(C) ভবভূতি     
(D) বাণভট্ট  

Correct Answer: [D] বাণভট্ট  ।
Add
63. ঋগ বেদে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হইছে ?
(A) সাবিত্রী
(B) ইলশা
(C) ইন্দ্র
(D) অগ্নি

Correct Answer: [A] সাবিত্রী।
Add
64. উপনিষদ সংকলিত হয়েছিল আনুমানিক
(A) 1000 বিসি
(B) 1600-600 খ্রি
(C) 600 বিসি
(D) 800 বিসি
[WBCS - 2011]

Correct Answer: [C] 600 বিসি।
Add
65. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা ছিলেন?
(A) সমুদ্রগুপ্ত
(B) স্কন্দগুপ্তের
(C) চন্দ্রগুপ্ত
(D) শ্রীগুপ্ত
[WBCS - 2016]

Correct Answer: [D] শ্রীগুপ্ত।
Add


0 Comments:

Post a Comment