Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Bengali - Indian Geography MCQ and Practice Sets P25


Page 25

121. লাক্ষা দ্বীপপুঞ্জ হল
(A) প্রবাল দ্বীপপুঞ্জ
(B) আগ্নেয় দ্বীপপুঞ্জ
(C) টেকটনিক দ্বীপপুঞ্জ
(D) পলিগঠিত দ্বীপপুঞ্জ
[WBCS - 2019]

Correct Answer: [A] প্রবাল দ্বীপপুঞ্জ।
Add
122. পশ্চিমবঙ্গে শিক্ষার হার
(A) 82.67%
(B) 74.04%
(C) 77.08%
(D) 71.16%
[WBCS - 2019]

Correct Answer: [C] 77.08%।
Add
123. পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় ?
(A) হাওড়া থেকে হুগলি
(B) হাওড়া থেকে রানিগঞ্জ
(C) হাওড়া থেকে বর্ধমান
(D) শিয়ালদহ থেকে নৈহাটি
[WBCS - 2019]

Correct Answer: [A] হাওড়া থেকে হুগলি।
Add
124. রাম্মাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
(A) পুরুলিয়া
(B) বাঁকুড়া
(C) জলপাইগুড়ি
(D) দার্জিলিং
[WBCS - 2019]

Correct Answer: [D] দার্জিলিং।
Add
125. তিস্তা নদীর পশ্চিম ভাগ যে নামে পরিচিত —
(A) তরাই
(B) ডুয়ার্স
(C) তাল
(D) দিয়ারা
[WBCS - 2019]

Correct Answer: [B] ডুয়ার্স।
Add


0 Comments:

Post a Comment