Friday, 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Best MCQ on Indian Geography For Govt Exam in Bengal P36


Page 36

176. ভারতের বায়লদিলা পর্বত বিখ্যাত উৎপাদনের জন্য :
(A) অ্যালুমিনিয়াম
(B) লৌহ আকরিক
(C) বক্সাইট
(D) মাইকা
[WBCS - 2011]

Correct Answer: [B] লৌহ আকরিক।
Add
177. কপিলধারা ফলসের অবস্থান
(A) সোন নদীর উপর
(B) চম্বল নদীর উপর
(C) নর্মদা নদীর উপর
(D) কৃষ্ণা নদীর উপর
[WBCS - 2011]

Correct Answer: [C] নর্মদা নদীর উপর।
Add
178. টোডা উপজাতি দেখতে পাওয়া যায়
(A) ঝাড়খন্ডে
(B) ছত্তিশগড়ে
(C) উত্তরাখন্ডে
(D) নীলগিরি পর্বতে
[WBCS - 2011]

Correct Answer: [D] নীলগিরি পর্বতে।
Add
179. কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দুরত্ব
(A) দক্ষিণ মেরুর সাপেক্ষে
(B) উত্তর মেরুর সাপেক্ষে
(C) নিরক্ষরেখার সাপেক্ষে
(D) পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে ।
[WBCS - 2011]

Correct Answer: [C] নিরক্ষরেখার সাপেক্ষে।
Add
180. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত ?
(A) হিমালয়
(B) ভারতমহাসাগর
(C) আন্টার্কটিকা
(D) আরবসাগর ।
[WBCS - 2011]

Correct Answer: [C] আন্টার্কটিকা।
Add


0 Comments:

Post a Comment