Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Best MCQ on Indian Geography For Govt Exam in Bengal P36


Page 36

176. ভারতের বায়লদিলা পর্বত বিখ্যাত উৎপাদনের জন্য :
(A) অ্যালুমিনিয়াম
(B) লৌহ আকরিক
(C) বক্সাইট
(D) মাইকা
[WBCS - 2011]

Correct Answer: [B] লৌহ আকরিক।
Add
177. কপিলধারা ফলসের অবস্থান
(A) সোন নদীর উপর
(B) চম্বল নদীর উপর
(C) নর্মদা নদীর উপর
(D) কৃষ্ণা নদীর উপর
[WBCS - 2011]

Correct Answer: [C] নর্মদা নদীর উপর।
Add
178. টোডা উপজাতি দেখতে পাওয়া যায়
(A) ঝাড়খন্ডে
(B) ছত্তিশগড়ে
(C) উত্তরাখন্ডে
(D) নীলগিরি পর্বতে
[WBCS - 2011]

Correct Answer: [D] নীলগিরি পর্বতে।
Add
179. কোনো স্থানের অক্ষাংশ বলতে আমরা বুঝি ওই স্থানের কৌণিক দুরত্ব
(A) দক্ষিণ মেরুর সাপেক্ষে
(B) উত্তর মেরুর সাপেক্ষে
(C) নিরক্ষরেখার সাপেক্ষে
(D) পৃথিবীর অক্ষরেখার সাপেক্ষে ।
[WBCS - 2011]

Correct Answer: [C] নিরক্ষরেখার সাপেক্ষে।
Add
180. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র 'দক্ষিণ গঙ্গোত্রী' কোথায় অবস্থিত ?
(A) হিমালয়
(B) ভারতমহাসাগর
(C) আন্টার্কটিকা
(D) আরবসাগর ।
[WBCS - 2011]

Correct Answer: [C] আন্টার্কটিকা।
Add


0 Comments:

Post a Comment