Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Best MCQ on Modern Indian History For Govt Exam P63


Page 63

310. কোন গভর্নর জেনারেল ভারতের পশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে ছিলেন ?
(A) লর্ড কর্নওয়ালিস
(B) লর্ড রিপে।
(C) লর্ড কার্জন
(D) লর্ড বেন্টিনক

Correct Answer: [D] লর্ড বেন্টিনক।
Add
311. কোন গভর্নর জেনারেল-এর আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল?
(A) লর্ড রিপন
(B) লর্ড ক্যানিং
(C) লর্ড ডালহৌসি
(D) লর্ড বেন্টিঙ্ক
[WBCS - 2011]

Correct Answer: [C] লর্ড ডালহৌসি।
Add
312. কোন গভর্নর-জেনারেলের শাসনকালে ভারতীয় সিভিল সার্ভিস (I.C.S) প্রবর্তিত হয়েছিল ?
(A) লড ডালহৌসি
(B) লর্ড কার্জন
(C) লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
(D) লর্ড কর্ণওয়ালিশ
[WBCS - 2016]

Correct Answer: [A] লড ডালহৌসি।
Add
313. কোন দিনকে মুসলিম লীগ 'প্রত্যক্ষ সংগ্রাম দিবস' বলে ঘোষণা করেছিল ?
(A) 3 সেপ্টেম্বর, 1946
(B) 16 আগস্ট, 1946
(C) 16 মে, 1946
(D) 4 ডিসেম্বর, 1946
[WBCS - 2019]

Correct Answer: [B] 16 আগস্ট, 1946।
Add
314. কোন পত্রিকা নীল বিদ্রোহ সমর্থনে নিয়মিত প্রতিবেদন লিখত ?
(A) হিন্দু পেট্রিয়ট
(B) টাইমস অব ইন্ডিয়া।
(C) স্টেটসম্যান
(D) ইংলিশম্যান

Correct Answer: [A] হিন্দু পেট্রিয়ট।
Add


0 Comments:

Post a Comment