Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Bharater Bhugol | ভারতের ভূগোল MCQ Practice Set P6


Page 6

26. হলদিয়া একটি —
(A) পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র
(B) গভীর সমুদ্রের মত্স্যচাষ কেন্দ্র
(C) লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র
(D) কারিগরি শিল্পকেন্দ্র ।
[WBCS - 2011]

Correct Answer: [A] পেট্রো-রসায়ন শিল্পকেন্দ্র।
Add
27. তিন বিঘা করিডর' যোগ করেছে —
(A) ভারত ও পাকিস্তানকে
(B) ভারত ও চিনকে
(C) ভারত ও ভুটানকে
(D) ভারত ও বাংলাদেশকে
[WBCS - 2012]

Correct Answer: [D] ভারত ও বাংলাদেশকে।
Add
28. মহারাষ্ট্রের কৃষ্ণ মৃত্তিকাকে বলে—
(A) রেগোলিথ
(B) খাদর
(C) রেগুর
(D) ভাবর
[WBCS - 2012]

Correct Answer: [C] রেগুর।
Add
29. ভারতের 'ল্যাটারাইটিক' মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন—
(A) লৌহ কণায় সমৃদ্ধ
(B) 'হিউমাস' এ সমৃদ্ধ
(C) 'ব্যাসল্ট লাভা' সমৃদ্ধ
(D) ইউরেনিয়াম সমৃদ্ধ
[WBCS - 2012]

Correct Answer: [A] লৌহ কণায় সমৃদ্ধ।
Add
30. নর্মদা নদী প্রবাহিত হয় নিম্নলিখিত উপত্যকা দিয়ে—
(A) 'Synclinal' উপত্যকা
(B) U -আকারের উপত্যকা
(C) চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা
(D) ব-দ্বীপ
[WBCS - 2012]

Correct Answer: [C] চ্যুতি দ্বারা গঠিত উপত্যকা।
Add


0 Comments:

Post a Comment