Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Objective Questions and Answers of Indian Geography P30


Page 30

146. ভারতবর্ষের তৈল শোধনাগার বেশীর ভাগই
(A) খনিজ তৈলখনি ভিত্তিক
(B) বন্দর ভিত্তিক
(C) পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক
(D) উপরোক্ত সবকটি
[WBCS - 2015]

Correct Answer: [C] পাইপ লাইন টার্মিনাল ভিত্তিক।
Add
147. দামোদর ভ্যালি কর্পোরেশন হলো —
(A) ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা
(B) পশ্চিমবঙ্গের একটি রাজ্য সরকারি সংস্থা
(C) ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের সরকারি প্রতিনিধিত্বমূলক সংস্থা
(D) পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা
[WBCS - 2017]

Correct Answer: [No Input] ।
Add
148. নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয় ?
(A) জলপাইগুড়ি
(B) মালদা
(C) কলকাতা
(D) বর্ধমান
[WBCS - 2017]

Correct Answer: [No Input] ।
Add
149. ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ । এখানে 'ঘাট' কথাটির অর্থ হলো —
(A) বন্দর
(B) সিঁড়ি
(C) বিচ্যুতি
(D) ফাঁক বা পথ
[WBCS - 2017]

Correct Answer: [B] সিঁড়ি।
Add
150. ছত্তিশগড় রাজ্যের ভিলাই যে শিল্প কারখানার জন্য বিখ্যাত সেটি হল —
(A) কার্পাস বয়নশিল্প
(B) সার
(C) লৌহ-ইস্পাত
(D) অ্যালুমিনিয়াম
[WBCS - 2017]

Correct Answer: [C] লৌহ-ইস্পাত।
Add


0 Comments:

Post a Comment