Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Economy MCQ for SSC CGL, State PSCs, Rail, Police Exam P8


Page 8

36. ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক -এর প্রতিষ্ঠার সালটি হলো —
(A) 1930
(B) 1935
(C) 1947
(D) 1951
[WBCS - 2017]

Correct Answer: [B] 1935।
Add
37. পশ্চিমবঙ্গ রাজ্যে কোন জেলা মানবসম্পদ সূচকে সর্বাধিক স্তরে উন্নিত হয়েছে ?
(A) কলকাতা
(B) পূর্ব মেদিনীপুর
(C) বর্ধমান
(D) উত্তর 24 পরগনা
[WBCS - 2017]

Correct Answer: [A] কলকাতা।
Add
38. ভারতের অ-কৃষিজাত আয়কর —
(A) কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলিকে পুরোপুরি দিয়ে দেয়
(B) রাজ্য ধার্য করে
(C) কেন্দ্র ধার্য করে ও পুরোপুরি নিয়ে নেয়
(D) কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়
[WBCS - 2017]

Correct Answer: [D] কেন্দ্র ধার্য করে ও রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নেয়।
Add
39. বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করে—
(A) রাষ্ট্রসংঘ
(B) এশিয়ার উন্নয়ন ব্যাঙ্ক
(C) বিশ্ব ব্যাঙ্ক
(D) বিশ্ব বাণিজ্য সংস্থা
[WBCS - 2017]

Correct Answer: [C] বিশ্ব ব্যাঙ্ক।
Add
40. মানবিক উন্নয়ন সূচক প্রথম ব্যবহৃত হয়—
(A) 1980 সালে
(B) 1990 সালে
(C) 1995 সালে
(D) 2000 সালে
[WBCS - 2017]

Correct Answer: [B] 1990 সালে।
Add


0 Comments:

Post a Comment