Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Economy MCQ For WBPSC, WBCS, WBP, WBHRB, Group D P15


Page 15

71. আদমসুমারি 2011 অনুযায়ী নীচের কোন রাজ্যটিতে জনঘনত্ব সর্বনিম্ন ?
(A) জম্মু এবং কাশ্মীর
(B) বিহার
(C) অরুণাচলপ্রদেশ
(D) মণিপুর
[WBCS - 2016]

Correct Answer: [C] অরুণাচলপ্রদেশ।
Add
72. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে জাতীয় আয়ের বৃদ্ধির হার ছিল—
(A) 5%
(B) 10%
(C) 18%
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [No Input] ।
Add
73. AGMARK নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(A) শিল্প
(B) ভারতীয় রেল
(C) কৃষিদ্রব্য
(D) কৃষিসংক্রান্ত অর্থ
[WBCS - 2017]

Correct Answer: [C] কৃষিদ্রব্য।
Add
74. ভারতের অসংগঠিত ক্ষেত্রের বৈশিষ্ট্য হলো —
(A) বেশি কাঁচা টাকার লেনদেন
(B) বেশি ব্যাঙ্ক লেনদেন
(C) বেশি দ্রব্য-বিনিময় লেনদেন
(D) বেশি বৈদেশিক মুদ্রা লেনদেন
[WBCS - 2017]

Correct Answer: [A] বেশি কাঁচা টাকার লেনদেন।
Add
75. জনগণনা 2011 অনুসারে ভারতের 35 বছর -এর কম বয়সি জনসংখ্যার ভাগ হলো—
(A) 50 শতাংশ
(B) 55শতাংশ
(C) 60শতাংশ
(D) 65 শতাংশ
[WBCS - 2017]

Correct Answer: [D] 65 শতাংশ।
Add


0 Comments:

Post a Comment