Page 14
66. মুর্শিদাবাদ জেলাকে দুভাগে ভাগ করেছে
(A) মহানন্দা নদী
(B) জলঙ্গী নদী
(C) ভাগীরথী নদী
(D) মাথাভাঙ্গা নদী
(A) মহানন্দা নদী
(B) জলঙ্গী নদী
(C) ভাগীরথী নদী
(D) মাথাভাঙ্গা নদী
[WBCS - 2018]
Correct Answer: [C] ভাগীরথী নদী।
67. পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নতমানের কয়লা হল
(A) Lignite (লিগনাইট)
(B) Anthracite (আনথ্রাসাইট)
(C) Bituminous (বিটুমিনাস)
(D) উপরোক্ত কোনটিই নয়
(A) Lignite (লিগনাইট)
(B) Anthracite (আনথ্রাসাইট)
(C) Bituminous (বিটুমিনাস)
(D) উপরোক্ত কোনটিই নয়
[WBCS - 2015]
Correct Answer: [C] Bituminous (বিটুমিনাস)।
68. যে কৃষ্ণলাভা মৃত্তিকায় সর্বাধিক উন্নত তুলা চাষ হয় তা হল
(A) রেগুর(Regur)
(B) ল্যাটারিটিক মৃত্তিকা
(C) রেগোলিথ
(D) রাঙামাটি
(A) রেগুর(Regur)
(B) ল্যাটারিটিক মৃত্তিকা
(C) রেগোলিথ
(D) রাঙামাটি
[WBCS - 2015]
Correct Answer: [A] রেগুর(Regur)।
69. ভারতীয় সময় (IST) গণনা করা হয়
(A) 82°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত
(B) দিল্লীতে অবস্থিত 80°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(C) কলকাতায় অবস্থিত 88°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(D) নাসিকে অবস্থিত 84°00' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(A) 82°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত
(B) দিল্লীতে অবস্থিত 80°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(C) কলকাতায় অবস্থিত 88°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
(D) নাসিকে অবস্থিত 84°00' E দ্রাঘিমা রেখা অনুযায়ী
[WBCS - 2015]
Correct Answer: [A] 82°30' E দ্রাঘিমা রেখা অনুযায়ী যা Allahabad -এ অবস্থিত।
70. পশ্চিমবঙ্গের বর্ষার মূল কারণ
(A) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
(B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা
(C) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
(D) আরবসাগরীয় শাখা ভারতীয় মৌসুমী বায়ু
(A) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু
(B) ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা
(C) উত্তর-পূর্ব মৌসুমী বায়ু
(D) আরবসাগরীয় শাখা ভারতীয় মৌসুমী বায়ু
[WBCS - 2015]
Correct Answer: [B] ভারতীয় মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা।
0 Comments:
Post a Comment