Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Exam Preparation in Bengali (ভারতীয় ভূগোল) For WBCS, WBHRB, Group D, Rail, Police P5


Page 5

21. সতীশ ধাওয়ান' মহাকাশ গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায় ?
(A) শ্রীহরিকোটা
(B) তারাপুর
(C) হায়দ্রাবাদ
(D) চাঁদিপুর ।
[WBCS - 2011]

Correct Answer: [A] শ্রীহরিকোটা।
Add
22. নিম্নলিখিত মৃত্তিকাগুলির মধ্যে কোনটি তুলাচাষের উপযোগী ?
(A) লোহিত মৃত্তিকা
(B) রেগুর মৃত্তিকা
(C) পলল মৃত্তিকা
(D) ল্যাটেরাইট মৃত্তিকা ।
[WBCS - 2011]

Correct Answer: [B] রেগুর মৃত্তিকা।
Add
23. ম্যাকমোহন সীমান্তরেখা নিম্নলিখিত কোন দুটি দেশের সীমানা নির্দেশ করে ?
(A) ভারত ও পাকিস্তান
(B) ভারত ও চিন
(C) ভারত ও নেপাল
(D) ভারত ও বাংলাদেশ ।
[WBCS - 2011]

Correct Answer: [B] ভারত ও চিন।
Add
24. নিম্নে উল্লিখিত ভারতের কোন রাজ্যটি ভাষার ভিত্তিতে প্রথম গঠিত হয় ?
(A) অন্ধ্রপ্রদেশ
(B) গুজরাট
(C) হরিয়ানা
(D) কেরালা ।
[WBCS - 2011]

Correct Answer: [A] অন্ধ্রপ্রদেশ।
Add
25. ভারতে অবস্থিত নিম্নলিখিত অঞ্চলগুলির কোনটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
(A) হিমালয় পর্বত
(B) সিন্ধু-গাঙ্গেয় সমভূমি
(C) আরাবল্লী পর্বত
(D) শিবালিক পর্বত ।
[WBCS - 2011]

Correct Answer: [C] আরাবল্লী পর্বত।
Add


0 Comments:

Post a Comment