Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Exam Preparation in Bengali (Indian Polity) For WBCS, WBHRB, Group D, Rail, Police P5


Page 5

21. নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি যুগ্মতালিকাভুক্ত ?
(A) কৃষি
(B) শ্রমিককল্যাণ
(C) জনস্বাস্থ্য
(D) বিমান ব্যবস্থা ।
[WBCS - 2011]

Correct Answer: [B] শ্রমিককল্যাণ।
Add
22. পার্লামেন্টে তাঁর সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পেশ করা যায় না —
(A) ভারতীয় প্রধানমন্ত্রী
(B) লোকসভার অধ্যক্
(C) ভারতের রাষ্ট্রপত
(D) কেন্দ্রীয় অর্থমন্ত্রী
[WBCS - 2016]

Correct Answer: [C] ভারতের রাষ্ট্রপত।
Add
23. ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিয়োগ করেছে ?
(A) মহারাষ্ট্র
(B) অন্ধ্রপ্রদেশ
(C) বিহার
(D) কেরল
[WBCS - 2012]

Correct Answer: [C] বিহার।
Add
24. রাজ্যসভার চেয়ারম্যান হলেন —
(A) বিরোধী দলের নেতা
(B) রাষ্ট্রপতির মনোনীত সদস্য
(C) ভারতের উপরাষ্ট্রপতি
(D) উপরাষ্ট্রপতির মনোনীত সদস্য
[WBCS - 2017]

Correct Answer: [C] ভারতের উপরাষ্ট্রপতি।
Add
25. আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত?
(A) 4
(B) 47
(C) 5
(D) 57
[WBCS - 2016]

Correct Answer: [B] 47।
Add

0 Comments:

Post a Comment