Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Knowledge of Indian Geography Practice Sets P11


Page 11

51. মানস সরোবর অবস্থিত
(A) কারাকোরাম পর্বতশ্রেণিতে
(B) পিরপাঞ্জাল পর্বতশ্রেণিতে
(C) কৈলাস পর্বতশ্রেণিতে
(D) মহাভারত পর্বতশ্রেণিতে
[WBCS - 2019]

Correct Answer: [C] কৈলাস পর্বতশ্রেণিতে।
Add
52. স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নীচের কোন জেলাটি ছিল না ?
(A) কোচবিহার
(B) হাওড়া
(C) দার্জিলিং
(D) মুর্শিদাবাদ
[WBCS - 2019]

Correct Answer: [A] কোচবিহার।
Add
53. কোলেরু হ্রদ কোথায় অবস্থিত ?
(A) গোদাবরী ও কাবেরীর
(B) গোদাবরী ও কৃষ্ণার মধ্যে
(C) কৃষ্ণা ও কাবেরীর মধ্যে
(D) মহানদী ও গোদাবরীর মধ্যে
[WBCS - 2019]

Correct Answer: [B] গোদাবরী ও কৃষ্ণার মধ্যে।
Add
54. নিম্নলিখিত কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেনি ?
(A) মিজোরাম
(B) ত্রিপুরা
(C) ওড়িশা
(D) মধ্যপ্রদেশ
[WBCS - 2019]

Correct Answer: [C] ওড়িশা।
Add
55. নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয় ?
(A) ভিতর কণিকা : অলিভ রিডলে কচ্ছপ
(B) দলমা পাহাড় : বন্য হাতি
(C) কাজিরাঙ্গা : একশৃঙ্গ গন্ডার
(D) দচিগাম : এশীয় সিংহ
[WBCS - 2019]

Correct Answer: [D] দচিগাম : এশীয় সিংহ।
Add


0 Comments:

Post a Comment