Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Knowledge of Modern Indian History P30


Page 30

146. মহাত্মা গান্ধি প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠনের নাম—
(A) ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
(B) মজুর মহাজন
(C) সর্ব-ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস
(D) ওয়াকার্স ওয়েলফেয়ার লীগ
[WBCS - 2012]

Correct Answer: [B] মজুর মহাজন।
Add
147. "সাইমন কমিশনের প্রতিবেদন আবর্জনার স্তুপে নিক্ষেপ করা উচিত ।"— এই কথা কে বলেছিলেন ?
(A) এম.কে. গান্ধী
(B) শিবস্বামী আয়ার
(C) মহম্মদ আলি জিন্না
(D) জহরলাল নেহরু
[WBCS - 2019]

Correct Answer: [B] শিবস্বামী আয়ার।
Add
148. ‘Back to Vedas’ এই স্লোগান কে প্রবর্তন করেন ?
(A) লালা হংসরাজ
(B) পণ্ডিত গুরুদত্ত
(C) স্বামী দয়ানন্দ সরস্বতী
(D) লালা লাজপত রাই
[WBCS - 2018]

Correct Answer: [C] স্বামী দয়ানন্দ সরস্বতী।
Add
149. ‘ইন্ডিয়ান ইনডিপেনডেনস লীগ' প্রতিষ্ঠা করেন
(A) তিলক
(B) সুভাষ বোস
(C) সি. আর. দাশ
(D) রাসবিহারী বোস
[WBCS - 2018]

Correct Answer: [D] রাসবিহারী বোস।
Add
150. 1835 খ্রিষ্টাব্দে ভারতের সরকারি ভাষারূপে ইংরেজি ভাষা কোন ভাষার পরিবর্তে প্রচলিত হয় ?
(A) আরবি
(B) ফার্সি
(C) তুর্কি
(D) উর্দু
[WBCS - 2015]

Correct Answer: [B] ফার্সি।
Add


0 Comments:

Post a Comment