Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Knowledge Questions Bengali Version [Modern History] P25


Page 25

121. বির্ণপরিচয় গ্রন্থটি কে লেখেন?
(A) আচার্য জগদীশ চন্দ্র বসু
(B) রবীন্দ্রনাথ ঠাকুর
(C) রাজা রামমোহন রায়
(D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

Correct Answer: [D] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
Add
122. ভারতের অর্ধনগ্ন ফকির' - ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন ?
(A) তেজ বাহাদুর সপ্রু
(B) গান্ধীজি
(C) মহম্মদ আলি
(D) বি. আর. আম্বেদকর
[WBCS - 2011]

Correct Answer: [B] গান্ধীজি।
Add
123. "স্বরাজ আমার জন্মগত অধিকার" —কে বলেছিলেন?
(A) বাল গঙ্গাধর তিলক
(B) বিপিন চন্দ্র পাল
(C) লালা লাজপৎ রায়
(D) মহাত্মা গান্ধি
[WBCS - 2012]

Correct Answer: [A] বাল গঙ্গাধর তিলক।
Add
124. অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ?
(A) এম.এন.যোশী
(B) জে.এল.নেহরু
(C) লালা লাজপৎ রায়
(D) মুজাফফর আহমেদ ।
[WBCS - 2011]

Correct Answer: [C] লালা লাজপৎ রায়।
Add
125. কাকে 'গদর পার্টি' মারতে চেয়েছিল ?
(A) কিংসফোর্ড
(B) হার্ডিঞ্জ
(C) টেগার্ট
(D) নর্থব্রুক
[WBCS - 2013]

Correct Answer: [A] কিংসফোর্ড।
Add


0 Comments:

Post a Comment