Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General MCQ on Modern History in Bengali For Govt Exam P61


Page 61

300. কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে 'ভারত ছাড়' আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে ?
(A) ওয়ার্ধা
(B) বারানসী
(C) কলকাতা
(D) দিল্লী
[WBCS - 2019]

Correct Answer: [A] ওয়ার্ধা।
Add
301. কুকা আন্দোলন কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত ?
(A) আসাম
(B) বাংলা
(C) পাঞ্জাব
(D) মহারাষ্ট্র
[WBCS - 2019]

Correct Answer: [C] পাঞ্জাব।
Add
302. কাকে ‘ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী’ (Traditionnal Moderniser ) বলা হয় ?
(A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(B) স্বামী বিবেকানন্দ
(C) রামমোহন রায়
(D) বি. জি. তিলক
[WBCS - 2015]

Correct Answer: [A] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
Add
303. কাকে একটি ঐতিহ্যবাহী আধুনিকীকরণ (A traditional modernizer) বলা হয়?
(A) বিদ্যাসাগর
(B) রামমোহন রায়
(C) বি জি তিলক
(D) স্বামী বিবেকানন্দ

Correct Answer: [A] বিদ্যাসাগর।
Add
304. কে 1932 খ্রিঃ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন ?
(A) জিন্নাহ
(B) সৈয়দ আহমেদ
(C) রামজে ম্যাকডোনাল্ড
(D) লর্ড কার্জন
[WBCS - 2016]

Correct Answer: [C] রামজে ম্যাকডোনাল্ড।
Add


0 Comments:

Post a Comment