Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

General Study MCQ on Modern History For Govt Exam P60


Page 60

295. আন্দামানে ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন?
(A) লর্ড লিটন
(B) লর্ড মেয়ো
(C) লর্ড কার্জন
(D) উপরের কেউই নন।
[WBCS - 2011]

Correct Answer: [B] লর্ড মেয়ো।
Add
296. আলিগড়ের মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়েছিল
(A) 1868 খ্রীঃ
(B) 1875খ্রীঃ
(C) 1883খ্রীঃ
(D) 1906খ্রীঃ
[WBCS - 2011]

Correct Answer: [B] 1875খ্রীঃ।
Add
297. আল-হিলাল কে প্রকাশ করেছিলেন?
(A) আলতাফ হোসেন আলী
(B) মোহাম্মদ আলী জিন্নাহ
(C) আবদুল কালাম আজাদ
(D) রেহমাত আলী

Correct Answer: [C] আবদুল কালাম আজাদ।
Add
298. ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নিম্নলিখিতগুলির মধ্যে কোন ব্যাক্তি জাতীয় কাগজ, জাতীয় স্কুল এবং জাতীয় জিমন্যাসিয়াম প্রতিষ্ঠা করেছিলেন?
(A) জিতিন্দ্রনাথ ঠাকুর
(B) রাজনারায়ন বোস
(C) নবগোপাল মিত্র
(D) সত্যেন্দ্রনাথ ঠাকুর

Correct Answer: [C] নবগোপাল মিত্র।
Add
299. এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত ?
(A) কথামৃত
(B) কথামালা
(C) বর্তমান ভারত
(D) এ নেশন ইন মেকিং
[WBCS - 2015]

Correct Answer: [C] বর্তমান ভারত।
Add


0 Comments:

Post a Comment