Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Geography MCQ for SSC CGL, State PSCs, Rail, Police Exam P42


Page 42

206. ছোটোনাগপুর মালভূমি গঠিত প্রধানত
(A) বেলে পাথর, চুনাপাথর ও শেল দ্বারা
(B) গ্রানাইট, চুনাপাথর ও ডোলোমাইট দ্বারা
(C) আর্কাইন যুগের গ্রানাইটও নিস প্রভৃতি দ্বারা
(D) গোণ্ডয়ানা কয়লা, বেলেপাথর ও চুনাপাথর দ্বারা
[WBCS - 2018]

Correct Answer: [C] আর্কাইন যুগের গ্রানাইটও নিস প্রভৃতি দ্বারা।
Add
207. 2011 Census অনুযায়ী বৃহত্তম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য হল
(A) কেরালা
(B) পশ্চিমবঙ্গ
(C) উত্তর প্রদেশ
(D) ঝাড়খন্ড
[WBCS - 2015]

Correct Answer: [B] পশ্চিমবঙ্গ।
Add
208. ভৌগলিক শিল্প কেন্দ্রীকতা থেকে সৃষ্ট হয়
(A) শুধুমাত্র অনুভূমিক যোগসূত্র
(B) শুধুমাত্র উল্লম্ব যোগসূত্র
(C) অনুভূমিক ও উল্লম্ব যোগসূত্র
(D) কোন যোগসূত্র সৃষ্ট হয় না
[WBCS - 2015]

Correct Answer: [No Input] ।
Add
209. দাক্ষিণাত্য জলদ্বারা পরিবেষ্টিত
(A) দক্ষিণ এবং পূর্বে
(B) দক্ষিণ এবং পশ্চিমে
(C) দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিনপূর্বে
(D) পূর্বে এবং পশ্চিমে
[WBCS - 2015]

Correct Answer: [C] দক্ষিণ পশ্চিম, দক্ষিণ এবং দক্ষিনপূর্বে।
Add
210. নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না ?
(A) আসাম
(B) পশ্চিমবঙ্গ
(C) ওড়িশা
(D) অন্ধ্রপ্রদেশ
[WBCS - 2017]

Correct Answer: [B] পশ্চিমবঙ্গ।
Add


0 Comments:

Post a Comment