Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Geography MCQ For WBPSC, WBCS, WBP, WBHRB, Group D, Food Supply Exam P16


Page 16

76. নব গঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম হলো —
(A) অমরাবতী
(B) সেকেন্দ্রাবাদ
(C) হায়দরাবাদ
(D) বিশাখাপত্তনম
[WBCS - 2017]

Correct Answer: [A] অমরাবতী।
Add
77. পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসেবে ভারতের ভাগ হলো —
(A) 2.4 শতাংশ
(B) 2.8 শতাংশ
(C) 3.2 শতাংশ
(D) 3.6 শতাংশ
[WBCS - 2017]

Correct Answer: [A] 2.4 শতাংশ।
Add
78. ভারতে সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয় যেখানে, সেটি হলো—
(A) সুর্মা উপত্যকা
(B) দিগবয়
(C) রুদ্রসাগর
(D) নাহোরকাটিয়া
[WBCS - 2017]

Correct Answer: [B] দিগবয়।
Add
79. টোটো' হল একপ্রকার আদিম আদিবাসী, যাঁদের পাওয়া যাবে যে রাজ্যে সেটি হলো —
(A) অরুণাচলপ্রদেশ
(B) ওড়িশা
(C) পশ্চিমবঙ্গ
(D) তামিলনাড়ু
[WBCS - 2017]

Correct Answer: [C] পশ্চিমবঙ্গ।
Add
80. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কী ছিল ?
(A) নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ
(B) হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি
(C) পশ্চিমবঙ্গের জন্য জলবিদ্যুৎ উৎপাদন
(D) বিহারে অন্তর্দেশীয় জলপথ পরিবহন
[WBCS - 2017]

Correct Answer: [B] হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি।
Add


0 Comments:

Post a Comment