Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Geography Quiz with Answers For Govt Exam P43


Page 43

211. পোলাভারম প্রকল্প যে নদীর সঙ্গে সংশ্লিষ্ট সেটি হলো —
(A) কাবেরী
(B) পেন্নার
(C) কৃষ্ণ
(D) গোদাবরী
[WBCS - 2017]

Correct Answer: [A] কাবেরী।
Add
212. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মধ্যে খরা প্রত্যক্ষ হবার কারণ হলো —
(A) ল্যাটেরাইটজাত মৃত্তিকা
(B) খুবই সীমিত বৃষ্টিপাত
(C) মাত্রাতিরিক্ত বাষ্পীয় প্রস্বেদন
(D) অদক্ষ জল ব্যবস্থাপনা
[WBCS - 2017]

Correct Answer: [No Input] ।
Add
213. পশ্চিমবঙ্গে 'রাঢ়' হল একটি ভূ-প্রাকৃতিক অঞ্চল, যার অংশবিশেষ দেখা যায় যে জেলায় সেটি হলো —
(A) কোচবিহার
(B) নদীয়া
(C) পশ্চিম মেদিনীপুর
(D) দক্ষিণ 24 পরগনা
[WBCS - 2017]

Correct Answer: [C] পশ্চিম মেদিনীপুর।
Add
214. কৃষি উৎপাদনের মূল্য হিসেবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য ফসল হলেো—
(A) কার্পাস
(B) তৈলবীজ
(C) ইক্ষু বা আখ
(D) তামাক
[WBCS - 2017]

Correct Answer: [A] কার্পাস।
Add
215. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয় ?
(A) মুশিদাবাদ
(B) মালদা
(C) কোচবিহার
(D) বীরভূম
[WBCS - 2016]

Correct Answer: [C] কোচবিহার।
Add


0 Comments:

Post a Comment