Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

GK Today Medieval Indian History MCQ in Bengali P10


Page 10

46. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন, তিনি ছিলেন —       
(A) কুতুবউদ্দিন আইবক     
(B) ইলতুৎমিস     
(C) মহম্মদ-বিন-তুঘলক      
(D) ফিরোজ-শাহ-তুঘলক
[WBCS - 2017]

Correct Answer: [C] মহম্মদ-বিন-তুঘলক      ।
Add
47. দাম' কি  ?      
(A) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা     
(B)   আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা     
(C) শাজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা    
(D) আরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা
[WBCS - 2013]

Correct Answer: [A] শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা     ।
Add
48. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?
(A) বলবন
(B) রাজিয়া
(C) জালালউদ্দিন খলজী
(D) ফিরোজ তুঘলক
[WBCS - 2016]

Correct Answer: [C] জালালউদ্দিন খলজী।
Add
49. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড কর্ণওয়ালিস
(C) লড ডালহৌসি
(D) জন শোর
[WBCS - 2016]

Correct Answer: [A] লর্ড ওয়েলেসলি।
Add
50. চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল    
(A) 1211  খ্রীঃ   
(B) 1221 খ্রীঃ    
(C) 1399 খ্রীঃ    
(D) 1526 খ্রীঃ
[WBCS - 2011]

Correct Answer: [B] 1221 খ্রীঃ    ।
Add


0 Comments:

Post a Comment