Page 10
46. দিল্লির যে সুলতান দিল্লি থেকে দৌলতাবাদ ( দেবগিরি ) রাজধানী স্থানান্তরিত করেন, তিনি ছিলেন —
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) মহম্মদ-বিন-তুঘলক
(D) ফিরোজ-শাহ-তুঘলক
(A) কুতুবউদ্দিন আইবক
(B) ইলতুৎমিস
(C) মহম্মদ-বিন-তুঘলক
(D) ফিরোজ-শাহ-তুঘলক
[WBCS - 2017]
Correct Answer: [C] মহম্মদ-বিন-তুঘলক ।
47. দাম' কি ?
(A) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
(B) আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা
(C) শাজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা
(D) আরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা
(A) শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা
(B) আকবর প্রবর্তিত তাম্র মুদ্রা
(C) শাজাহান প্রবর্তিত তাম্র মুদ্রা
(D) আরঙ্গজেব প্রবর্তিত তাম্র মুদ্রা
[WBCS - 2013]
Correct Answer: [A] শেরশাহ প্রবর্তিত তাম্র মুদ্রা ।
48. দাক্ষিণাত্যে প্রথম মুসলিম আক্রমণ কার রাজত্বকালে ঘটেছিল ?
(A) বলবন
(B) রাজিয়া
(C) জালালউদ্দিন খলজী
(D) ফিরোজ তুঘলক
(A) বলবন
(B) রাজিয়া
(C) জালালউদ্দিন খলজী
(D) ফিরোজ তুঘলক
[WBCS - 2016]
Correct Answer: [C] জালালউদ্দিন খলজী।
49. টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল কার হাতে ?
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড কর্ণওয়ালিস
(C) লড ডালহৌসি
(D) জন শোর
(A) লর্ড ওয়েলেসলি
(B) লর্ড কর্ণওয়ালিস
(C) লড ডালহৌসি
(D) জন শোর
[WBCS - 2016]
Correct Answer: [A] লর্ড ওয়েলেসলি।
50. চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেছিল
(A) 1211 খ্রীঃ
(B) 1221 খ্রীঃ
(C) 1399 খ্রীঃ
(D) 1526 খ্রীঃ
(A) 1211 খ্রীঃ
(B) 1221 খ্রীঃ
(C) 1399 খ্রীঃ
(D) 1526 খ্রীঃ
[WBCS - 2011]
Correct Answer: [B] 1221 খ্রীঃ ।
0 Comments:
Post a Comment