Wednesday 12 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

GK Today মধ্যযুগীয় ইতিহাস MCQ in Bengal P18


Page 18

86. কে বলেছিলেন 'সব লাল হো যায়েগা'  ?     
(A) গুরু গোবিন্দ সিং    
(B) অজিত সিং     
(C) তেগ বাহাদুর     
(D) রঞ্জিত সিং
[WBCS - 2013]

Correct Answer: [D] রঞ্জিত সিং।
Add
87. কে দু-আসপা শি-আসপা ব্যবস্থা চালু করেছিলেন ?
(A) শাহজাহান
(B) আকবর
(C) জাহাঙ্গীর
(D) ঔরঙ্গজেব
[WBCS - 2016]

Correct Answer: [C] জাহাঙ্গীর।
Add
88. কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন  ?        
(A) গিয়াসুদ্দিন বলবন      
(B) ইলতুৎমিস       
(C) আলাউদ্দিন খলজি      
(D) মহম্মদ বিন তুঘলক
[WBCS - 2018]

Correct Answer: [A] গিয়াসুদ্দিন বলবন      ।
Add
89. কে 'গঙ্গাইকোণ্ডচোল'  উপাধি ধারণ করেন  ?        
(A) প্রথম রাজেন্দ্র     
(B) প্রথম রাজরাজ      
(C) প্রথম রাজাধিরাজ     
(D) প্রথম কুলোতুঙ্গ
[WBCS - 2018]

Correct Answer: [A] প্রথম রাজেন্দ্র     ।
Add
90. কার হাতে টিপুর চূড়ান্ত পরাজয় ঘটেছিল ?      
(A) লর্ড ওয়েলেসলী     
(B) লর্ড কর্ণওয়ালিশ    
(C) লর্ড ডালহৌসি    
(D) জন শোর
[WBCS - 2013]

Correct Answer: [A] লর্ড ওয়েলেসলী     ।
Add


0 Comments:

Post a Comment