Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Govt Exam Preparation of Modern Indian History P64


Page 64

315. কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল ?
(A) 1942
(B) 1945
(C) 1946
(D) 1947
[WBCS - 2015]

Correct Answer: [C] 1946।
Add
316. কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলা হয় ?
(A) 1885 - 1895
(B) 1885 - 1905
(C) 1905 - 1915
(D) 1895 - 1925
[WBCS - 2017]

Correct Answer: [B] 1885 - 1905।
Add
317. কবে এবং কোথায় ‘গদরপার্টী’ প্রতিষ্ঠিত হয় ?
(A) আমেরিকা, 1913
(B) ইংল্যান্ড, 1917
(C) ডেনমার্ক, 1921
(D) স্কটল্যান্ড, 1925
[WBCS - 2015]

Correct Answer: [A] আমেরিকা, 1913।
Add
318. ক্রিপস মিশন প্রস্তাব একটি 'ফেল করা ব্যাংকের ওপর আগামীদিনের চেক-এর মতো'— এই উক্তি কার ?
(A) সর্দার বল্লভভাই প্যাটেল
(B) মহাত্মা গান্ধী
(C) সুভাষ চন্দ্র বসু
(D) জহরলাল নেহেরু
[WBCS - 2019]

Correct Answer: [B] মহাত্মা গান্ধী।
Add
319. কলকাতার এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন ?
(A) উইলিয়ান জোন্স
(B) লর্ড বেন্টিনক
(C) ডেভিড হারে
(D) বেথুন

Correct Answer: [A] উইলিয়ান জোন্স।
Add


0 Comments:

Post a Comment