Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important For Govt Exam - Indian Geography P28


Page 28

136. সিকিম ভারতের full-fledged রাজ্য ঘোষিত হয়
(A) 1985 -এ
(B) 1975 -এ
(C) 1965 -এ
(D) 1875 -এ
[WBCS - 2018]

Correct Answer: [B] 1975 -এ।
Add
137. ভূতত্ত্ববিদগণের মতে কোশী নদীর গতিপথ পরিবর্তনের ফল
(A) গঙ্গা নদী প্রধানত বাংলাদেশে পদ্মা দিয়ে প্রবাহিত
(B) উত্তরবঙ্গের তিস্তা নদীর বন্যা
(C) কলকাতা বন্দরের অবনতি
(D) গ্যাংটক ও দার্জিলিং অঞ্চলের ভূমিকম্প
[WBCS - 2018]

Correct Answer: [No Input] ।
Add
138. কয়লা, খনিজ তৈল এবং প্রাকৃতিক গ্যাস হল
(A) Fossil Fuel (ফসিল ফুয়েল )
(B) Cryogenic Fuel (ক্রায়োজেনিক ফুয়েল )
(C) Indigenous Fuel ( ইণ্ডিজেনাস ফুয়েল )
(D) Radioactive Fule (রেডিও অ্যাক্টিভ ফুয়েল)
[WBCS - 2015]

Correct Answer: [A] Fossil Fuel (ফসিল ফুয়েল )।
Add
139. কয়লাখনি দুর্ঘটনার কারণ হল
(A) Slumping (স্লাম্পিং)
(B) Faulting (ফল্টিং)
(C) যথেষ্ট পরিমাণে Stowing (স্টোয়িং) না করা
(D) খনির ভিতরে বন্যা
[WBCS - 2015]

Correct Answer: [D] খনির ভিতরে বন্যা।
Add
140. কোন স্থানকে নগর / শহর বলা হয় তখনই যদি থাকে
(A) বিপুল জনগন
(B) নগর এবং শহর
(C) বেশী সংখ্যক মানুষ কৃষিজাত ক্রিয়ায় যুক্ত থাকে না
(D) উপরোক্ত সবকটি
[WBCS - 2015]

Correct Answer: [D] উপরোক্ত সবকটি।
Add


0 Comments:

Post a Comment