Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ of Indian Economy For Govt Exam P16


Page 16

76. ভারতীয় অর্থনীতির সেবাক্ষেত্রে—
(A) GDP -র 34% এর বেশি উৎপাদিত হয়
(B) GDP -র 40% -এর বেশি উৎপাদিত হয়
(C) GDP -র 42% -এর বেশি উৎপাদিত হয়
(D) GDP -র 50% -এর বেশি উৎপাদিত হয়
[WBCS - 2017]

Correct Answer: [D] GDP -র 50% -এর বেশি উৎপাদিত হয়।
Add
77. নিম্নলিখিত কোন রাষ্ট্রের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভেটো ক্ষমতা নেই ?
(A) মার্কিন যুক্তরাষ্ট্র
(B) ইউনাইটেড কিংডম
(C) কানাডা
(D) ফ্রান্স
[WBCS - 2017]

Correct Answer: [C] কানাডা।
Add
78. কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয় -এ অন্তর্ভুক্ত নহে
(A) প্রতিরক্ষা ব্যয়
(B) Economic Service -এর উপর ব্যয়
(C) Social এবং Community Services -এর উপর ব্যয়
(D) রাজ্যগুলিকে অনুদান
[WBCS - 2018]

Correct Answer: [No Input] ।
Add
79. ভারতের সবুজ বিপ্লব রূপায়িত হয়েছে জেলা অনুযায়ী —— প্রয়োগের মাধ্যমে ।
(A) IADA (Intensive Agricultural District Programme)
(B) IAAP(Intensive Agricultural Area Programme)
(C) IADA and IAAP
(D) None of the above
[WBCS - 2018]

Correct Answer: [C] IADA and IAAP।
Add
80. GNP (Gross National Product) ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না ?
(A) সরকার দ্বারা পণ্য ক্রয়
(B) বেসরকারি বিনিয়োগ
(C) নাগরিকদের মাথাপিছু আয়
(D) নীট বৈদেশিক বিনিয়োগ
[WBCS - 2018]

Correct Answer: [C] নাগরিকদের মাথাপিছু আয়।
Add


0 Comments:

Post a Comment