Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ of Indian Geography For Competitive Exam P23


Page 23

111. দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্পের অনুকরণে পরিকল্পিত হয়—
(A) মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট
(B) রাশিয়ার লীনা প্রজেক্ট
(C) আমাজন নদীর উপত্যকা প্রজেক্ট
(D) চীনের হোয়াং-হো প্রজেক্ট
[WBCS - 2012]

Correct Answer: [A] মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা প্রজেক্ট।
Add
112. ভারতের কোন রাজ্যে ব্যাঘ্র প্রকল্প আছে যেটি বিশ্ব ঐতিহ্যস্থান
(A) রাজস্থান
(B) অসম
(C) মধ্যপ্রদেশ
(D) পশ্চিমবঙ্গ
[WBCS - 2013]

Correct Answer: [D] পশ্চিমবঙ্গ।
Add
113. খড়গপুরে রেলের কারখানা তৈরি হয়েছিল
(A) 1850
(B) 1875
(C) 1900
(D) 1930
[WBCS - 2013]

Correct Answer: [C] 1900।
Add
114. ক্ষেত্র হিসাবে ভারতের স্থান পৃথিবীর মধ্যে
(A) পঞ্চম
(B) সপ্তম
(C) দশম
(D) দ্বাদশতম
[WBCS - 2013]

Correct Answer: [B] সপ্তম।
Add
115. এপ্রিল মাসে কোথায় ঝড়বৃষ্টির আশঙ্কা খুব বেশী ?
(A) অসম
(B) পশ্চিমবঙ্গ
(C) বিহার
(D) রাজস্থান
[WBCS - 2013]

Correct Answer: [B] পশ্চিমবঙ্গ।
Add


0 Comments:

Post a Comment