Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ of Indian Polity For Govt Exam P3


Page 3

11. Panchayati Raj' ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হল নিম্নলিখিত কোনটি নিশ্চিত করা ?
(A) উন্নতিতে জনগণের অংশগ্রহণ
(B) রাজনৈতিক দায়বদ্ধতা
(C) গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ
(D) আর্থিক যোজন
[WBCS - 2019]

Correct Answer: [C] গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ।
Add
12. নীতি আয়োগ তৈরি হয়েছে
(A) Union Cabinet -এ প্রস্তাব পাসের দ্বারা
(B) ভারতীয় সংবিধান সংশোধন -এর দ্বারা
(C) (A) ও (B) উভয়ই দ্বারা
(D) (A) ও (B) কোনোটির দ্বারা নয়
[WBCS - 2018]

Correct Answer: [A] Union Cabinet -এ প্রস্তাব পাসের দ্বারা।
Add
13. ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকরী করার ইচ্ছা প্রকাশ করা হয়েছে?
(A) 40 নং ধার
(B) 41 নং ধার
(C) 42 নং ধারা
(D) 43 নং ধারা
[WBCS - 2016]

Correct Answer: [A] 40 নং ধার।
Add
14. ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের বাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে?
(A) 16 নং ধারা
(B) 17 নং ধারা
(C) 18 নং ধারা
(D) 19 নং ধারা
[WBCS - 2016]

Correct Answer: [D] 19 নং ধারা।
Add
15. কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টিত হয় যে সংস্থার সুপারিশের ভিত্তিতে সেটি হল—
(A) পরিকল্পনা কমিশন
(B) অর্থ কমিশন
(C) জাতীয় উন্নয়ন পরিষদ
(D) সরকারি হিসাব রক্ষা সংক্রান্ত কমিটি ।
[WBCS - 2011]

Correct Answer: [B] অর্থ কমিশন।
Add

0 Comments:

Post a Comment