Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ on Indian Economy For WBPSC in Bengali P11


Page 11

51. ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে ?
(A) ভারতের অর্থ মন্ত্রকের মাধ্যমে
(B) পরিকল্পনা কমিশনের মাধ্যমে
(C) ভারতীয় অর্থ কমিশন (প্রতি পাঁচ বছর অন্তর)
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [C] ভারতীয় অর্থ কমিশন (প্রতি পাঁচ বছর অন্তর)।
Add
52. ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী ?
(A) কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ্যত রপ্তানীক্ষেত্রকে প্রসারিত করার জন্য
(B) এমন কতিপয় শক্তিশালী শিল্প ইউনিট করা যাতে কর্ম সংস্থানের সুবিধা হয়
(C) কতিপয় শিল্প ইউনিটকে বিশেষ সুবিধা দেওয়া
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [A] কিছু করমুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ্যত রপ্তানীক্ষেত্রকে প্রসারিত করার জন্য।
Add
53. ভারতে আর্থিক নীতি প্রণয়নে কোন প্রতিষ্ঠান সরাসরি যুক্ত ?
(A) রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
(B) স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া
(C) জীবন বীমা নিগম
(D) ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক
[WBCS - 2012]

Correct Answer: [D] ভারতের শিল্পোন্নয়ন ব্যাংক।
Add
54. ভারতে নয়া অর্থনৈতিক নীতি চালু হয়েছে কোন বছরে ?
(A) 1989
(B) 1995
(C) 1997
(D) 1991
[WBCS - 2012]

Correct Answer: [D] 1991।
Add
55. মূলধন কাকে বলে ?
(A) অর্থই মূলধন
(B) মেশিনারি ও অট্টালিকা সমূহই মূলধন
(C) মূলধন হল উত্পাদনের উত্পাদিত উপকরণ
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2012]

Correct Answer: [A] অর্থই মূলধন।
Add


0 Comments:

Post a Comment