Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ on Indian Economy Practice Set P12


Page 12

56. সমাজের কোন শ্রেণির মানুষ নিরন্তর মুদ্রাস্ফীতিজনিত মূল্যবৃদ্ধির জন্য সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হন ?
(A) ব্যবসা বাণিজ্য পরিচালনায় যুক্ত মানুষজন
(B) বিনিয়োগকারী শ্রেণি
(C) স্বনির্ভর গোষ্ঠীর মানুষজন
(D) স্থির আয়কারী মানুষজন
[WBCS - 2012]

Correct Answer: [B] বিনিয়োগকারী শ্রেণি।
Add
57. নিম্নলিখিত সংস্থার থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে Structural Adjustment নীতি চালু হয়
(A) আন্তর্জাতিক মুদ্রাভান্ডার
(B) বিশ্ব ব্যাংক
(C) এশীয় উন্নয়ন ব্যাংক
(D) ইউরোপীয় ইউনিয়ন
[WBCS - 2013]

Correct Answer: [A] আন্তর্জাতিক মুদ্রাভান্ডার।
Add
58. জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যোজনায় কাজের অধিকার দেওয়া হয়েছে
(A) বছরে 70 দিন
(B) বছরে 200 দিন
(C) বছরে 100 দিন
(D) বছরে 30 দিন
[WBCS - 2013]

Correct Answer: [C] বছরে 100 দিন।
Add
59. ভারতের টাকা পূর্ণ পরিবর্তনযোগ্য কোন ক্ষেত্রে ?
(A) কারেন্ট (Current) অ্যাকাউন্ট
(B) ক্যাপিটাল (Capital) অ্যাকাউন্ট
(C) ট্রেড (Trade) অ্যাকাউন্ট
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2013]

Correct Answer: [A] কারেন্ট (Current) অ্যাকাউন্ট।
Add
60. ভারতবর্ষ কোন সংস্থার 'পূর্ণ' সদস্য ?
(A) NAFTA
(B) E.U.
(C) SAARC
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2013]

Correct Answer: [C] SAARC।
Add


0 Comments:

Post a Comment