Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ on Indian Geography For Govt Exam P34


Page 34

166. ব্যাসল্ট শিলা গঠিত মাটির রং হল
(A) সাদা
(B) কালো
(C) লাল
(D) হলুদ
[WB Gr. D - 2017]

Correct Answer: [B] কালো।
Add
167. বিশ্বের কোন্‌ অঞ্চল টক ফল উৎপাদনের জন্য প্রসিদ্ধ?
(A) নিরক্ষীয় অঞ্চল
(B) নাতিশীতোষ্ অঞ্চল
(C) ভূমধ্যসাগরীয় অঞ্চল
(D) মৌসুমী অঞ্চল
[WB Gr. D - 2017]

Correct Answer: [C] ভূমধ্যসাগরীয় অঞ্চল।
Add
168. ডোলড্রামসের অর্থ হল
(A) একটি শীতল জলবায়ু অঞ্চল
(B) একটি শুষ্ক জলবায়ু অঞ্চল
(C) একটি শান্ত জলবায়ু অঞ্চল
(D) একটি ঝঞ্জাপূর্ণ জলবায়ু অঞ্চল
[WB Gr. D - 2017]

Correct Answer: [C] একটি শান্ত জলবায়ু অঞ্চল।
Add
169. কোয়ার্টজ, ফেল্ডসপার, মাইকা ও হর্নব্রেন্ড খনিজ দ্বারা গঠিত শিলাটি হল
(A) ব্যাসল্ট
(B) চুনাপাথর
(C) কোয়ার্টজাইট
(D) গ্র্যানাইট
[WB Gr. D - 2017]

Correct Answer: [D] গ্র্যানাইট।
Add
170. দক্ষিণ মেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রটির নাম হবে
(A) গঙ্গোত্রী
(B) মৈত্রী
(C) ভারতী
(D) অলকা
[WBCS - 2011]

Correct Answer: [C] ভারতী।
Add


0 Comments:

Post a Comment