Friday, 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ on Indian Geography For WBPSC in Bengali P12


Page 12

56. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ?
(A) তিস্তা ও করলা নদীর
(B) তিস্তা ও জলঢাকা নদী
(C) জলঢাকা ও রায়ঢাক নদী
(D) তিস্তা ও রায়ঢাক নদী
[WBCS - 2019]

Correct Answer: [A] তিস্তা ও করলা নদীর।
Add
57. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য 'World Heritage Site' নামে নথিভূক্ত করা হয়েছে
(A) বাঘ সংরক্ষণের জন্য
(B) সুন্দরী গাছের জন্য
(C) ম্যানগ্রোভ বনভূমিরজন্য
(D) জীববৈচিত্র্যের জন্য
[WBCS - 2019]

Correct Answer: [C] ম্যানগ্রোভ বনভূমিরজন্য।
Add
58. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে
(A) দামোদর উপত্যকায়
(B) শোন উপত্যকায়
(C) মহানদী উপত্যকায়
(D) গোদাবরী উপত্যকায়
[WBCS - 2019]

Correct Answer: [A] দামোদর উপত্যকায়।
Add
59. কোলকাতায় মেট্রোরেল চালু হয়
(A) 1984খ্রিঃ
(B) 1986খ্রিঃ
(C) 1988খ্রিঃ
(D) 1989 খ্রিঃ
[WBCS - 2019]

Correct Answer: [A] 1984খ্রিঃ।
Add
60. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার
(A) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
(B) পুরাতন পলি
(C) নতুন পলি
(D) কর্দমাক্ত অঞ্চল
[WBCS - 2019]

Correct Answer: [A] বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি।
Add


0 Comments:

Post a Comment