Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ on Indian Geography For WBPSC in Bengali P12


Page 12

56. জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত ?
(A) তিস্তা ও করলা নদীর
(B) তিস্তা ও জলঢাকা নদী
(C) জলঢাকা ও রায়ঢাক নদী
(D) তিস্তা ও রায়ঢাক নদী
[WBCS - 2019]

Correct Answer: [A] তিস্তা ও করলা নদীর।
Add
57. সুন্দরবনকে নিম্নলিখিত বৈশিষ্ট্যের জন্য 'World Heritage Site' নামে নথিভূক্ত করা হয়েছে
(A) বাঘ সংরক্ষণের জন্য
(B) সুন্দরী গাছের জন্য
(C) ম্যানগ্রোভ বনভূমিরজন্য
(D) জীববৈচিত্র্যের জন্য
[WBCS - 2019]

Correct Answer: [C] ম্যানগ্রোভ বনভূমিরজন্য।
Add
58. ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 80% অবস্থান করছে
(A) দামোদর উপত্যকায়
(B) শোন উপত্যকায়
(C) মহানদী উপত্যকায়
(D) গোদাবরী উপত্যকায়
[WBCS - 2019]

Correct Answer: [A] দামোদর উপত্যকায়।
Add
59. কোলকাতায় মেট্রোরেল চালু হয়
(A) 1984খ্রিঃ
(B) 1986খ্রিঃ
(C) 1988খ্রিঃ
(D) 1989 খ্রিঃ
[WBCS - 2019]

Correct Answer: [A] 1984খ্রিঃ।
Add
60. ভারতের উচ্চ গাঙ্গেয় সমভূমির ভূর হল একপ্রকার
(A) বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি
(B) পুরাতন পলি
(C) নতুন পলি
(D) কর্দমাক্ত অঞ্চল
[WBCS - 2019]

Correct Answer: [A] বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গায়িত ভূমি।
Add


0 Comments:

Post a Comment