Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ on Indian Geography Practice Set P15


Page 15

71. পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায় ?
(A) নিরক্ষরেখার নিকট
(B) কর্কটক্রান্তির নিকট
(C) মকরক্রান্তির নিকট
(D) আর্কটিক সার্কেল
[WBCS - 2015]

Correct Answer: [B] কর্কটক্রান্তির নিকট।
Add
72. কলকাতা এবং লণ্ডনের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে
(A) কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে
(B) কলকাতা তিন ঘন্টার বেশী এগিয়ে
(C) কলকাতা পনেরো মিনিট এগিয়ে
(D) কলকাতা দশ ঘন্টা পিছিয়ে
[WBCS - 2015]

Correct Answer: [A] কলকাতা পাঁচ ঘন্টার বেশী এগিয়ে।
Add
73. ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দ্যেশ ছিল
(A) গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি
(B) গঙ্গার নিম্ন প্রবাহের গতি পরিবর্তন
(C) জলবিদ্যুৎ উৎপাদন
(D) অতিরিক্ত জলের সংরক্ষণ
[WBCS - 2015]

Correct Answer: [A] গঙ্গার নিম্ন প্রবাহের মাত্রা বৃদ্ধি।
Add
74. পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হল
(A) তিস্তা, জলঢাকা, রায়ডাক
(B) গঙ্গা, ব্রহ্মপুত্র
(C) তিস্তা, গঙ্গা
(D) দামোদর, গঙ্গা
[WBCS - 2015]

Correct Answer: [A] তিস্তা, জলঢাকা, রায়ডাক।
Add
75. বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন অতিবেগুনি রশ্মি শোষণ করে ?
(A) ট্রোপোস্ফেয়ার
(B) থার্মোস্ফেয়ার
(C) স্ট্র্যাটোস্ফেয়ার
(D) মেসোস্ফেয়ার
[WBCS - 2015]

Correct Answer: [C] স্ট্র্যাটোস্ফেয়ার।
Add


0 Comments:

Post a Comment