Thursday 13 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important MCQ on Modern Indian History For WBPSC Exam P44


Page 44

216. পাকিস্তান -এর ধারণা প্রথম কে ভাবেন ?
(A) মহম্মদ ইকবাল
(B) এম. এ. জিন্না
(C) সৌকর আলি
(D) আগা খান
[WBCS - 2019]

Correct Answer: [A] মহম্মদ ইকবাল।
Add
217. পাকিস্তান' প্রস্তাবটির জনক কে ?
(A) আসফ আলি
(B) মহম্মদ আলি জিন্না
(C) এইচ. এস. সুহরাওয়ার্দি
(D) চৌধুরী রহমত আলি
[WBCS - 2019]

Correct Answer: [D] চৌধুরী রহমত আলি।
Add
218. প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে 'অধীনতা মূলক মিত্রতা' নীতির প্রয়োগ করেছিলেন ?
(A) লর্ড ওয়েলেসলী
(B) ওয়ারেন হেস্টিংস
(C) লর্ড কর্ণওয়ালিশ
(D) স্যার জন শোর
[WBCS - 2012]

Correct Answer: [A] লর্ড ওয়েলেসলী।
Add
219. প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন
(A) রাজেন্দ্র প্রসাদ
(B) উপরের কোনটি।
(C) জওহরলাল নেহেরু
(D) চক্রবর্তী রাজ গোপালচারী

Correct Answer: [D] চক্রবর্তী রাজ গোপালচারী।
Add
220. ফরওয়ার্ড ব্লক-এর প্রতিষ্ঠাতা ছিলেন—
(A) সুভাষচন্দ্র বসু
(B) রাসবিহারী বসু
(C) চিত্তরঞ্জন দাশ
(D) চক্রবর্তী রাজাগোপালাচারী
[WBCS - 2017]

Correct Answer: [A] সুভাষচন্দ্র বসু।
Add


0 Comments:

Post a Comment