Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important Polity MCQ For Govt Exam in WB P2


Page 2

6. ভারতীয় সংবিধানে কোন article -এ গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে ?
(A) Article 40
(B) Article 41
(C) Article 42
(D) Article 43
[WBCS - 2018]

Correct Answer: [A] Article 40।
Add
7. ভারতবর্ষে বার্ষিক পরিকল্পনা করা হয় —
(A) 1969-197
(B) 1966-1969
(C) 1968-1970
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2016]

Correct Answer: [B] 1966-1969।
Add
8. 'বাক স্বাধীনতা' হল একটি
(A) মৌলিক অধিকার (Fundamental)
(B) নির্দেশক নীতি ভিত্তিক (Directive Principle) অধিকার
(C) রাজ্য বিধানসভা প্রণীত অধিকার
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2013]

Correct Answer: [A] মৌলিক অধিকার (Fundamental)।
Add
9. ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন—
(A) লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা
(B) লোকসভা এবং রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
(C) কেবলমাত্র লোকসভার নির্বাচিত সদস্যদের দ্বারা
(D) কেবলমাত্র রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যদের দ্বারা ।
[WBCS - 2011]

Correct Answer: [A] লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচিত সদস্যের দ্বারা।
Add
10. ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা হয়েছে ?
(A) 41 নং ধারা
(B) 42 নং ধারা
(C) 43 নং ধার
(D) 44 নং ধারা
[WBCS - 2016]

Correct Answer: [D] 44 নং ধারা।
Add

0 Comments:

Post a Comment