Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important Question For Govt Exam in West Bengal P37


Page 37

181. নিম্নে উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পে সর্বাপেক্ষা উন্নত ?
(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) পাঞ্জাব
(D) তামিলনাড়ু ।
[WBCS - 2011]

Correct Answer: [A] মহারাষ্ট্র।
Add
182. পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম ?
(A) মালদা
(B) পুরুলিয়া
(C) মুর্শিদাবাদ
(D) বীরভূম ।
[WBCS - 2011]

Correct Answer: [B] পুরুলিয়া।
Add
183. পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়—
(A) 1000 মিটারের নীচে
(B) 1000 মি — 1500 মি
(C) 1500 মি — 3000 মি
(D) 3000 মিটারের উপরে ।
[WBCS - 2011]

Correct Answer: [A] 1000 মিটারের নীচে।
Add
184. সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত—
(A) বৃষ্টি-নির্ভর একফসলি চাষ করে
(B) ভ্রমণার্থীদের পরিসেবা প্রদান করে
(C) মাছ ধরে
(D) বাঁধ নির্মাণ করে ।
[WBCS - 2011]

Correct Answer: [C] মাছ ধরে।
Add
185. পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় —
(A) হুগলী জেলায়
(B) হাওড়া জেলায়
(C) বাঁকুড়া জেলায়
(D) মালদা জেলায়
[WBCS - 2012]

Correct Answer: [C] বাঁকুড়া জেলায়।
Add


0 Comments:

Post a Comment