Friday, 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Important Question For Govt Exam in West Bengal P37


Page 37

181. নিম্নে উল্লেখিত রাজ্যগুলির মধ্যে কোনটি শিল্পে সর্বাপেক্ষা উন্নত ?
(A) মহারাষ্ট্র
(B) গুজরাট
(C) পাঞ্জাব
(D) তামিলনাড়ু ।
[WBCS - 2011]

Correct Answer: [A] মহারাষ্ট্র।
Add
182. পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে কোনটিতে মানব উন্নয়ন সূচক সর্বাপেক্ষা কম ?
(A) মালদা
(B) পুরুলিয়া
(C) মুর্শিদাবাদ
(D) বীরভূম ।
[WBCS - 2011]

Correct Answer: [B] পুরুলিয়া।
Add
183. পশ্চিমবঙ্গে ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যের বনভূমি দেখা যায়—
(A) 1000 মিটারের নীচে
(B) 1000 মি — 1500 মি
(C) 1500 মি — 3000 মি
(D) 3000 মিটারের উপরে ।
[WBCS - 2011]

Correct Answer: [A] 1000 মিটারের নীচে।
Add
184. সুন্দরবনের মানুষ জীবিকা নির্বাহ করেন মূলত—
(A) বৃষ্টি-নির্ভর একফসলি চাষ করে
(B) ভ্রমণার্থীদের পরিসেবা প্রদান করে
(C) মাছ ধরে
(D) বাঁধ নির্মাণ করে ।
[WBCS - 2011]

Correct Answer: [C] মাছ ধরে।
Add
185. পশ্চিমবঙ্গে শাল গাছ পাওয়া যায় —
(A) হুগলী জেলায়
(B) হাওড়া জেলায়
(C) বাঁকুড়া জেলায়
(D) মালদা জেলায়
[WBCS - 2012]

Correct Answer: [C] বাঁকুড়া জেলায়।
Add


0 Comments:

Post a Comment