Friday 14 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Improved MCQ on Indian Geography For Competitive Exam P40


Page 40

196. বাঁস্দা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
(A) উত্তরপ্রদেশ
(B) গুজরাট
(C) রাজস্থান
(D) মধ্যপ্রদেশ
[WBCS - 2019]

Correct Answer: [B] গুজরাট।
Add
197. নিম্নলিখিত কোন ধরনের বনভূমি ভারতে সর্বাধিক দেখা যায় ?
(A) ক্রান্তীয় আদ্র চিরহরিৎ বনভূমি
(B) ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি
(C) পার্বত্য অঞ্চলে আদ্র নাতিশীতোষ্ণ বনভূমি
(D) ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী বনভূমি
[WBCS - 2019]

Correct Answer: [B] ক্রান্তীয় আদ্র পর্ণমোচী বনভূমি।
Add
198. নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে
(A) ঝাড়খণ্ডের
(B) বিহারের
(C) ওড়িশার
(D) আসামের
[WBCS - 2019]

Correct Answer: [A] ঝাড়খণ্ডের।
Add
199. শোলা অরণ্য দেখা যায়
(A) হিমালয় পর্বতে
(B) পশ্চিমঘাট পর্বতে
(C) বিন্ধ্য পর্বতে
(D) পূর্বঘাট পর্বতে
[WBCS - 2019]

Correct Answer: [B] পশ্চিমঘাট পর্বতে।
Add
200. নিউ দিল্লিতে ‘Ring Road’ -এর গুরুত্ব :
(A) শহরের প্রধান চৌরাস্তাকে অতিক্রম করা
(B) ভারী যানবাহনকে শহরের কেন্দ্রে ঢুকতে হয় না
(C) A ও B দুটিই
(D) উপরের কোনোটিই নয়
[WBCS - 2018]

Correct Answer: [C] A ও B দুটিই।
Add


0 Comments:

Post a Comment