Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Economy Preparation Online through MCQ and Short Note in Bengali P3


Page 3

11. 1938 সালে কার সভাপতিত্বে কংগ্রেস তার প্রথম জাতীয় প্ল্যানিং কমিটি গঠন করে ?
(A) জওহরলাল নেহরু
(B) সুভাষচন্দ্র বসু
(C) জয়প্রকাশ নারায়ণ
(D) বল্লভভাই প্যাটেল
[WBCS - 2013]

Correct Answer: [B] সুভাষচন্দ্র বসু।
Add
12. ভারতীয় অর্থনীতি হল
(A) সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যক্তিগত মালিকানাহীন অর্থনীতি
(B) মিশ্র অর্থনীতি
(C) ধনতান্ত্রিক অর্থনীতি
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2013]

Correct Answer: [B] মিশ্র অর্থনীতি।
Add
13. ভারতের G.D.P. তে সবচেয়ে বেশী অংশ যে ক্ষেত্রের তা হল
(A) কৃষিক্ষেত্র
(B) শিল্পক্ষেত্র
(C) পরিষেবা ক্ষেত্র
(D) বৈদেশিক বাণিজ্য ক্ষেত্র
[WBCS - 2013]

Correct Answer: [C] পরিষেবা ক্ষেত্র।
Add
14. সবুজ বিপ্লব' প্রথমে কোথায় ঘটেছিল ?
(A) পাঞ্জাব ও হরিয়ানা
(B) বিহার ও পশ্চিমবঙ্গ
(C) অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু
(D) গুজরাট ও মহারাষ্ট্র
[WBCS - 2013]

Correct Answer: [A] পাঞ্জাব ও হরিয়ানা।
Add
15. ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল
(A) 2011 সালে
(B) 1991 সালে
(C) 2005 সালে
(D) 2001 সালে
[WBCS - 2013]

Correct Answer: [A] 2011 সালে।
Add


0 Comments:

Post a Comment