Saturday 15 February 2020

WBCS Polity and Constitution MCQs Prelims and Mains

Indian Economy - WB Govt Jobs Online Preparation in Bengali P4


Page 4

16. 1969 সালে কটি বেসরকারী বাণিজ্যিক ব্যাংকের অধিগ্রহণ হয়েছিল ?
(A) 12 টি
(B) 13 টি
(C) 14 টি
(D) 15 টি
[WBCS - 2015]

Correct Answer: [C] 14 টি।
Add
17. সবুজ বিপ্লব সীমিত ছিল
(A) পশ্চিমবঙ্গের ধান চাষে
(B) মহারাষ্ট্রের তুলা চাষে
(C) পঞ্জাব-হরিয়ানার গম চাষে
(D) অন্ধ্রপ্রদেশের তৈলবীজ চাষে
[WBCS - 2015]

Correct Answer: [C] পঞ্জাব-হরিয়ানার গম চাষে।
Add
18. কেন্দ্র ও রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম
(A) পরিকল্পনা কমিশন
(B) অর্থ কমিশন
(C) লোকসভা
(D) রাজ্যসভা
[WBCS - 2015]

Correct Answer: [B] অর্থ কমিশন।
Add
19. ভারতে নতুন কৃষি পদ্ধতির সূচনার দশকটি হল
(A) 1950 এর দশক
(B) 1960 এর দশক
(C) 1970 এর দশক
(D) উপরের কোনটিই নয়
[WBCS - 2015]

Correct Answer: [B] 1960 এর দশক।
Add
20. স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতির সময়কাল হল
(A) 1965 - 67
(B) 1966 - 68
(C) 1966 - 69
(D) 1965 - 68
[WBCS - 2015]

Correct Answer: [C] 1966 - 69।
Add


0 Comments:

Post a Comment